ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে কর্মসূচি অব্যাহত, হয়নি ক্লাস-পরীক্ষা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জবিতে কর্মসূচি অব্যাহত, হয়নি ক্লাস-পরীক্ষা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবারও (১২ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠত হয়নি। শিক্ষকরা অব্যাহত রেখেছেন তাদের পূর্ণ কর্মবিরতি।



সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জবি শিক্ষক সমিতির সাত-আটজন নেতাকে অবস্থান নিতে দেখা যায়। অধিকাংশ শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়নি। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

বাংলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী লাতিফুল ইসলাম বাংলানিউজকে অভিযোগ করে বলেন, শিক্ষকরা কর্মসূচিরে নামে ফাইনাল পরীক্ষা স্থগিত রেখে ছুটি কাটাচ্ছেন।

জবি শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দীন বাংলানিউজকে বলেন, বৈষম্যমূলক অষ্টম পে-স্কেল শিক্ষাব্যবস্থার জন্য হুমকি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন সোমবার (১১ জানুয়ারি) থেকে কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।