ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: অস্থায়ী ক্যাম্পাসে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সহাবস্থানে নয় কষ্ট করে হলেও স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনের নিচতলায় অস্থায়ী ক্যাম্পাসের ইংরেজি, বাংলা, জিওলজি অ্যান্ড মাইনিং ও ফিজিক্স এর শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।



এ কর্মসূচির কারণে চারটি অনুষদের শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করেন। পাশাপাশি ফিজিক্স এর শিক্ষার্থীরা পরীক্ষাও বর্জন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস (নগরীর জিলা স্কুলের কলেজ) ভবনে নতুন দুই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

কিন্তু একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ক্লাস রুম সংকটের কারণে ও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণ কাজ চলায় অস্থায়ী ক্যাম্পাসে চারটি অনুষদের ক্লাস চলে আসছিলো। কিন্তু ওই বিদ্যালয় দু’টির পাঠদান শুরুর লক্ষে আগামী ২০ জানুয়ারি থেকে অস্থায়ী ক্যাম্পাসের ওই ভবনে স্কুল দু’টির ক্লাস শুরু হবে।

কিন্তু একই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্কুল শিক্ষার্থীদের সহাবস্থান পারিপার্শ্বিক দিক বিবেচনা করে মেনে নেওয়া যায়না।

তাই যেহেতু ওই ক্যাম্পাস আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে নেই তাই এখন থেকে সব শিক্ষার্থীরা নির্মাণাধীন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সব কার্যক্রম পরিচালনা করবেন।

প্রয়োজনে মাঠে বসে ক্লাস করবেন। এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন অস্থায়ী ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

বরিশাল নগরীতে নতুন দু’টি সরকারি স্কুলের শিক্ষা কার্যক্রম ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয় রোববার।
 
বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, সহাবস্থানের নীতিতে বরিশাল জিলা স্কুলের ক্যাম্পাসে অবস্থিত কলেজ ভবনের আংশিক ব্যবহার করে কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলবে।
 
মঙ্গলবার থেকে ভবনের নিচতলায় ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।