ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর: গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন অনার্স ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

নিশর্তে মাস্টার্স ২০১৩-১৪ সেশনে ভর্তির দাবিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ৫ শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করেন।

এসময় তারা ক্যাম্পাসে ইটপাটকেল ছুঁড়েন।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়ি বেরিকেড দিয়ে রাখেন শিক্ষার্থীরা। পরে তারা ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলেও পরে শিক্ষার্থীরা মূল গেটের সামনে অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।