ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারজয়ী বরগুনার সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারজয়ী বরগুনার সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জাতীয় শিক্ষা পদক-২০১৫ জয়ী বরগুনার সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পাওয়া বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।



সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলা শিক্ষা নেটওয়ার্ক এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সংগঠনের সহ সভাপতি আ. মোতালেব মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পাথরঘাটার ইউএনও মো. সাখাওয়াত হোসেন সরকার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষা নেটওয়ার্কের সহ সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সালেহ,  শিক্ষা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।