ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কর্মবিরতি পালন করছে রুয়েট শিক্ষক সমিতি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কর্মবিরতি পালন করছে রুয়েট শিক্ষক সমিতি

রাবি(রাজশাহী): অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে সৃষ্ট সংকট নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক সমিতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার( ১১ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করছেন রুয়েটের শিক্ষকরা।



খোঁজ নিয়ে জানা গেছে, কর্মবিরতির কারণে সকাল থেকে রুয়েটের সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছেন শিক্ষকরা।

রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তারিফ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, শিক্ষক সমিতির কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। রুয়েটে সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।