ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কর্মবিরতি: জবি ক্যাম্পাসে নেই শিক্ষকরা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কর্মবিরতি: জবি ক্যাম্পাসে নেই শিক্ষকরা

ঢাকা: বৈষম্যমূলক অষ্টম পে-স্কেলের প্রতিবাদ ও শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে তারা এখনও ক্যাম্পাসে আসেননি।



সোমবার (১১ জানুয়ারি) বেলা এগারটা থেকে দেশজুড়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার এ কর্মবিরতি পালন করছেন। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে আসতে দেখা যায়নি জবি’র শিক্ষকদের।

এর আগে রোববার (১০ জানুয়ারি) লাগাতার এ কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।