ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি’র সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
জাবি’র সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্মিলনী উৎসব থেকে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারজনা ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।



সেলিম আল দীন মুক্তমঞ্চে শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্য এবং বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকরাও সম্মাননা গ্রহণ করেন।

এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফারজনা ইসলাম দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।