ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বুক চিরে নির্মিত হতে যাওয়া মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় টিএসসি এলাকায় এ মানববন্ধন শুরু হয়।



‘মেট্রোরেলের রুট বদলাও, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও’ ব্যানারে এ মানববন্ধনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।

ঢাবির ওপর দিয়ে রেল গেলে পড়াশোনা, গবেষণা ও পরিবেশের কি ধরনের ক্ষতি হতে পারে তা তুলে ধরে বক্তব্য রাখছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।