ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’তে কৃষি অনুষদের নতুন ডিন ড. কামাল উদ্দিন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
শেকৃবি’তে কৃষি অনুষদের নতুন ডিন ড. কামাল উদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।

তিনি নবম ডিন আজিজুর রহমান মজুমদারের স্থলাভিষিক্ত হবেন।

এ অনুষদের প্রত্যেক ব্যাচেই প্রায় সাত-আটমাস সেশন জট রয়েছে।

শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোই সেশন জটের প্রধান কারণ দাবি করে অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া সেশন জট কমানো সম্ভব নয়।

তবে প্রতি সেমিস্টারে ক্লাস-পরীক্ষা নিয়মিত অনুষ্ঠানের মাধ্যমে সেশন জট কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।