ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা পেছানোর দাবিতে পুরান ঢাকায় মানববন্ধন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পরীক্ষা পেছানোর দাবিতে পুরান ঢাকায় মানববন্ধন

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (সম্মান) ৩য় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে পার্কের ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা।



মানববন্ধনে কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, সেশনজট কমানোর নামে সিলেবাস অসমাপ্ত রেখে তাড়াহুড়ো করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের চ‍ূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবেন।

‘গত বছর (২০১৫) সেপ্টেম্বরের শেষের দিকে দ্বিতীয় বর্ষের ফল ঘোষণার মাত্র চার মাস পরে তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এতো তাড়াতাড়ি প্রস্তুতি নেওযা সম্ভব নয়,’ যোগ করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী ফেরদৌস আরা এমিলি।

শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত ২০১৬ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠেয় এ পরীক্ষা কমপক্ষে দুই মাস পেছাতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন- শহীদ সোহরওয়ার্দী কলেজের শিক্ষার্থী উম্মে সারা, নিলয়, সাইফুল, সাদ্দাম, মনরঞ্জন, মহানগর মহিলা কলেজের ইতি এবং কবি নজরুল সরকারি কলেজের জাকির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।