ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

চলতি সপ্তাহে প্রাক-প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
চলতি সপ্তাহে প্রাক-প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

শনিবার (০২ জানুয়ারি) অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।



তিনি বলেন, ‘এ সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশ করতে পারবো। ’

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে পর্যায়ক্রমে  পরীক্ষা নেওয়া হয়।

গত জুন থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বিভিন্ন জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।
 
প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। যার আওতায় প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমআইএএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।