ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিরোজপুরে পিইসিতে পাসের হার ৯৯.৪৭ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিরোজপুরে পিইসিতে পাসের হার ৯৯.৪৭ শতাংশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) পাসের হার ৯৯.৪৭ ও এবতেদায়ী শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮.৩৪ শতাংশ।

এ জেলায় পিএসসিতে কাউখালী ও ভান্ডারিয়া এবং এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় কাউখালী ও জিয়ানগর শতভাগ পাস করেছে।

তবে এ বছর জেলার নেছারাবাদ উপজেলায় পিএসসি ও এবতেদায়ী পরীক্ষায় গতবারের তুলনায় ফলাফল খারাপ হয়েছে।

পিএসসিতে জিপিএ-৫ এর দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এছাড়া এবতেদায়ী পরীক্ষায় ছেলেরা এগিয়ে রয়েছে।

এ বছর জেলায় পিএসসি পরীক্ষায় ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩২ জন। এদের মধ্যে ছেলে ৭৮৮ ও মেয়ে ৫৪৪ জন।

অন্যদিকে, এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলায় তিন হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে তিন হাজার ৬০৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে এক হাজার ৬৪৫ জন ও মেয়ে এক হাজার ৯৫৮ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। এদের মধ্যে ছেলে ৫২ ও মেয়ে ২৯ জন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এএটি/আরএ

** পিইসিতে পাস ৯৮.৫২ শতাংশ, জেএসসিতে ৯২.৩৩


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।