ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি’তে সিলেট ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জেএসসি’তে সিলেট ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সাফল্য ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। কলেজে ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।


 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে।

এ ফলাফলে জেএসসি’তে সিলেট ক্যাডেট কলেজ ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় কলেজ অধ্যক্ষ কমান্ডার এম. সাইফুর রহমান (ট্যাজ) পিএসসি, বিএন ক্যাডেট অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
 
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্যদিয়ে সৃজনশীল, দেশপ্রেমিক মানবসম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরও বেশি অবদান রাখবে এবং আগামী দিনগুলোতে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এএএন/আরএম



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।