ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মতিঝিল আইডিয়ালে পাস শতভাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
মতিঝিল আইডিয়ালে পাস শতভাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক ও জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফলাফল ঘোষণার পর রাজধানীর খ্যাতনামা এই স্কুলের অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।



ফলাফল ঘোষণার আগ থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা এসে ভিড় করতে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

বিদ্যালয়টি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। যাদের সবাই কৃতকার্য হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।