ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে সংবাদ সম্মেলন রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
৩৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে সংবাদ সম্মেলন রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়: অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের পর্যালোচনা এবং অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও অসঙ্গতি দূরীকরণের দাবিতে রোববার (২৭ ডিসেম্বর) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে সংবাদ সম্মেলন করবে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয় একই সময়ে আলাদা আলাদাভাবে এ সংবাদ সম্মেলন করবে।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।