ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল, সম্পাদক জয়শ্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল, সম্পাদক জয়শ্রী শহিদুল ইসলাম ও জয়শ্রী ভাদুড়ী

রাজশাহী: দৈনিক করতোয়ার প্রতিনিধি শহিদুল ইসলামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জয়শ্রী ভাদুড়ীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির ১৭ সদস্য বিশিষ্ট ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী রমজান কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।



নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ কায়কোবাদ আল-মামুন, সহ-সভাপতি-২ জাকির হোসেন তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ প্রদীপ সরকার, কোষাধ্যক্ষ অধরা মাধুরী পরমা, সাংগঠনিক সম্পাদক রাইসা জান্নাত, দফতর সম্পাদক আলী হুসাইন মিঠু, প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সংস্কৃতি বিষয়ক সহসম্পাদক জুলহক জুয়েল, সদস্য মাহফুজ মুন্না, আলী ইউনুস হৃদয়, মর্তূজা নূর।

এদিকে, রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে, রাবি প্রশাসন, শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, রাবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, উদীচী রাবি সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, ইতিহাস চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।