ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের ১ জানুয়ারি, মাধ্যমিকের বই উৎসব পরদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
প্রাথমিকের ১ জানুয়ারি, মাধ্যমিকের বই উৎসব পরদিন (ফাইল ফটো)

ঢাকা: আগামী ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর শিক্ষা মন্ত্রণালয় এই উৎসব পালন করবে ২ জানুয়ারি।



প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৪ কোটির ওপর বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে, যা গত বছর ছিল ৩৩ কোটি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, ১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের পাঠ্য পুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি) ২০১৬ শিক্ষাবর্ষে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ১২৪টি বই ছাপানোর কাজ করছে।

এরমধ্যে প্রাথমিক স্তরের ২ কোটি ২৩ লাথ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই বিতরণ করা হবে।

এছাড়া ৩২ লাখ প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে তিন কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা বিতরণ করার কথা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করবেন।

গত বছরও একই দিনে বই উৎসব হলেও এবার পৃথক দিনে উৎসব করছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১ জানুয়ারি ছুটির দিন হওয়ায় ২ জানুয়ারি রাজধানীর গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।