ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
যবিপ্রবি কর্মচারীদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার ও গ্রেফতার দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
 
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিভিন্ন দফতর ও বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মবিরতি পালনকালে কর্মচারী নেতারা বলেন, ঘটনার ১২ দিন অতিবাহিত হওয়ার পরও একজন শিক্ষার্থীও বহিষ্কার না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর তাগিদ দেন তারা। অবিলম্বে দাবি আদায় না হলে পরবর্তীতে পূর্ণ দিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।