ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি বাণিজ্য বন্ধসহ ৬ দাবিতে ছাত্র সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ভর্তি বাণিজ্য বন্ধসহ ৬ দাবিতে ছাত্র সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য বন্ধসহ ছয় দফা দাবিতে রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রমনা থানা সংসদ।

রোববার (২০ ডিসেম্বর) রমনা থানা সংসদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রমনা থানা সংসদের সভাপতি জহর লাল রায় ও সমাবেশ পরিচালনা করেন অর্থ সম্পাদক জুবায়ের হোসেন।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন- প্রাক্তন ছাত্র নেতা ও গার্মেন্ট শ্রমিক টিইউসি যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিলানী শুভ, নগর সংসদের সাংগঠনিক সম্পাদক অনিক রায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি জ্যোতির্ময় চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে জলি তালুকদার বলেন, যে শিক্ষাব্যবস্থা ঐশীর মতো শিক্ষার্থী তৈরি করে, সেই শিক্ষাব্যবস্থা ভেঙে নতুন প্রগতিশীল চিন্তার শিক্ষাব্যবস্থা চালু করতে হবে।

সব স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তচিন্তার পরিবেশ তৈরি করতে হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।