ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’র ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শেকৃবি’র ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা ফল ঘোষণা করেন।



বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে ফলাফল জানা যাবে।

১৮ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে ৫শ’ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছিলেন ২২ হাজার ১শ’ ২৪ জন প্রতিযোগী।

প্রশাসন সূত্রে জানা গেছে, মূল মেধা তালিকা থেকে ভর্তি ২৮ এবং ২৯ ডিসেম্বর।   অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৩১ ডিসেম্বর।

সূত্র জানায়, অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ৩০ ডিসেম্বর দুপুর ২টার  মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিন মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।