ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’তে ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শাবিপ্রবি’তে ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন শাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।



শাবিপ্রবি প্রেসক্লাব সভাপতি জাবেদ ইকবালের সভাপতিত্বে ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, ড. হিমাদ্রী শেখর রায়, ড. খায়রুল ইসলাম, মুনযুরুল হায়দার, সামিউল ইসলাম, শাহেদুল হোসাইন, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সাধারণ সম্পাদক ইমরান খান, ছাত্রফ্রন্ট আহ্বায়ক অপু কুমার দাস, শাবিপ্রবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শাহনেওয়াজ হোসেন পাভেল, শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের নেতারা।

অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ বিভিন্ন সংবাদ মাধ্যম মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথাসহ রণাঙ্গণের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করেছে। মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বিজয়ের পথ সুগম করেছে।

এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রতি আরও বেশি আকৃষ্ট করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিন দিনব্যাপী প্রদর্শনী শেষ হবে ১৬ ডিসেম্বর। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার দেশি-বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ ও সাংবাদিকদের ভূমিকা সম্বলিত ৩৫টি আলোকচিত্র  স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।