ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির চারটি ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জুন ১, ২০১৫
ঢাবির চারটি ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়: এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের চারটি ইউনিটের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ইউনিটগুলো হচ্ছে বিজয় একাত্তর হল, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও লেদার টেকনোলজি ইনস্টিটিউট।



রোববার (৩১ মে) বিকেলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্ল্যা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ এ কমিটিতে স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলে শেখ ইনান সভাপতি ও ফুয়াদ হোসেন শাহদাত সাধারণ সম্পাদক, চারুকলা অনুষদের খালিদ হোসেন রবিন সভাপতি ও ওবাদুর কবির রিক্ত সাধারণ সম্পাদক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আল আমিন সিদ্দিক সুজন সভাপতি ও মুসফিকুর রহমান আশিককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জুন ১, ২০১৫
এসএ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।