ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভান্ডারিয়া মাদ্রাসা রাজবাড়ীতে শীর্ষে, ঢাকা বিভাগে ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ভান্ডারিয়া মাদ্রাসা রাজবাড়ীতে শীর্ষে, ঢাকা বিভাগে ১৪ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: এবারের দাখিল পরীক্ষায় রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া ছিদ্দিকীয়া সিনিয়র ফাজিল (বিএ) মাদ্রাসা জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে।

এছাড়া মাদ্রাসাটি ঢাকা বিভাগের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে।

এ বছর ৫৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন জিপিএ-৫ পেয়েছে।

ভান্ডারিয়ার পীর হযরত মাওলানা মোজ্জাম্মেল হক জানান, এ প্রতিষ্ঠান ২০১৪ সালে ঢাকা বিভাগে ১৬তম, ২০১৩ সালে সারাদেশে ১৩তম, ২০১২ সালে ঢাকা বিভাগে ৯ম এবং ২০১৪ সালে জেডিসি পরীক্ষায় ঢাকা বিভাগে ১৪তম অর্জন করে।

মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির জানান, ছাত্রদের কঠোর সাধনা, শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতাই তাদের সাফল্যের মূল কারণ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।