ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়া জেলার সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বগুড়া জেলার সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান

বগুড়া: চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বগুড়া জেলা শিক্ষা অফিস।

শনিবার (৩০ মে) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছেন।



গোপাল চন্দ্র জানান, ৩শ’ ২০ জন জিপিএ-৫ পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে বগুড়া ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ২শ’ ১৯ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় বগুড়া জিলা স্কুল, ২শ’ ২১ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২শ’ ২৫ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ৪৫ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম এস ও এস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ, ১শ’ ১৩ জন জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ১শ’ ৬২ জন জিপিএ-৫ পেয়ে সপ্তম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৫৫ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম শেরপুর উপজেলার শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল, ১শ’ ৩৩ জন জিপিএ-৫ পেয়ে নবম বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং ৩০ জন জিপিএ-৫ পেয়ে দশম হয়েছে শাজাহানপুর উপজেলার ডেমাজানী এস.এম.আর. হাইস্কুল।    

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএস     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।