ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে ‘সেলফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট ও শাবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ২৭, ২০১৫
শাবিতে ‘সেলফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সেলফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ১১ জন শিক্ষক অংশ নেন।



বিভাগীয় প্রধান ড. শামসুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভিসি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’র পরিচালক অধ্যাপক আবদুল আওয়াল বিশ্বাস প্রমুখ।

শিক্ষকদের আত্মউন্নয়নের লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ ধরনের কর্মশালার আয়োজন করে থাকে।

সেমিনারে দু’টি টেকনিক্যাল সেশনে মোট তিনটি পেপার উপস্থাপন করেন ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ড. শামসুল হক প্রধান ও আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এএএন/ এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।