ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে নৈতিকতা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ঢাবিতে নৈতিকতা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নৈতিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘নাজেন্দা-আজিজ ট্রাস্ট বক্তৃতা’ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ বক্তৃতা অনুষ্ঠিত হবে।



‘নীতি-নৈতিকতার নিরিখে অর্থনীতি শাস্ত্রের বিকাশ: দর্শনের দারিদ্র্য” শীর্ষক ট্রাস্ট বক্তৃতা প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কোষাধ্যক্ষ এবং নাজেন্দা-আজিজ ট্রাস্ট তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।