ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ২৫, ২০১৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয় শাখা।

ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।



সোমবার বিকেলে বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের বেরোবি (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) শাখা সভাপতি আহম্মেদ নাসির বলেন, রোববার উপাচার্যের সঙ্গে দেখা করে ভর্তি জালিয়াতির বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা উপাচার্যকে বলা হয়। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি।

সে কারণে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বেরোবি শাখা ছাত্রফ্রন্টের আহসান হাবিব, মনোয়ার হোসেন প্রমুখ।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এ কে এম নুরুন্নবী বলেন, বিষয়টি জেনেছি। ভর্তি কমিটির বৈঠক চলছে। তদন্ত কমিটি হবে কী হবে না, তা বৈঠকেই সিন্ধান্ত নেওয়া হবে।
 
বেরোবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ৫ ও ৬ মে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এনে প্রগতিশীল ছাত্রজোট গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।