ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ৩ দিনব্যাপী বীজ মেলা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৫
বাকৃবিতে ৩ দিনব্যাপী বীজ মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ):  ‘ভাল বীজে ভাল ফসল’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী বীজ মেলা।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আফজাল হোসেন বীজ মেলার উদ্বোধন করেন।

 

বাকৃবিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত সিড মেলায় কৃষি বিষয়ক দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি স্টল স্থান পেয়েছে।

কৃষি অনুষদের করিডোরে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় বিভিন্ন বীজ দেখার পাশাপাশি সুলভ মূল্যে কিনতেও পারছেন দর্শনার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সিড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, বার্ষিক সিড কনফারেন্সের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. মোক্তার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।