ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যৌন নির্যাতনকারীদের শাস্তি দাবিতে শাবিতে মানববন্ধন

স্টাফ কসেরপন্ডেন্ট ও শাবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
যৌন নির্যাতনকারীদের শাস্তি দাবিতে শাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: যৌন নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি)  শিক্ষার্থীরা।

রোববার (১৭ মে) দুপুর ১২টায় শাবি ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেকসুনা খানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, শহীদ জননী জাহানারা ইমাম হল প্রভোস্ট ড. মাহরুবা শারমীন চৌধুরী, গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আফরোজ প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে মানববন্ধন শেষে মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রায় দু’শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা যৌন নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ সময় ‘‘পুরুষ তুমি মানুষ হও”, ‘‘প্রশাসন বিচার করো, নইলে গদি ছাড়ো” প্রভৃতি লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় শিক্ষার্থীদের।

অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে, তাহলে এ ধরনের ঘটনা কমে আসবে।

তিনি আরও বলেন, প্রত্যেক শিশুকে নিজের শিশু মনে করতে হবে। তাহলে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে না। পহেলা বৈশাখের ঘটনার এখনও কোনো প্রতিকার না হওয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়া সমাজে নৈতিক অবক্ষয়ের বিষয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা যেন বিচারের মাধ্যমে শেষ হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।