ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সংঘর্ষে ছাত্র নিহত, ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
সংঘর্ষে ছাত্র নিহত, ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

টাঙ্গাইল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।



এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খালেমুল ইসলাম।

এরআগে বিকেল ৩টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ কয়েকজন ‍আহত হয়।

গুরুতর আহত অবস্থায় মোশারফ হোসেনকে ঢাকায় নেওয়ার পথে সাভারে তার অবস্থার অবনতি হলে এনাম মেডিকেলে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত অন্যদের মধ্যে বাদল এবং ফয়সাল নামে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫/আপডেট: ২০২৬ ঘণ্টা
এসআর/

** ভাসানী বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।