ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি’র ক্ষণিকা নোবিপ্রবিতে

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ১২, ২০১৫
ঢাবি’র ক্ষণিকা নোবিপ্রবিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি (নোয়াখালী): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবহন বিভাগে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকাসহ পুরনো দু’টি দোতলা বাস।

এরই মধ্যে বাস দু’টির পুরনো নেমপ্লেট খুলে নতুন নেইমপ্লেট ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা হয়েছে।



এদিকে, অনেকে দোতলা বাস পেয়ে খুশি হয়েছেন। আবার অনেকেই বাস দু’টি পুরনো হওয়ায় প্রশাসনের সামর্থ্য প্রশ্ন তুলছেন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন অনেকগুলো বাস কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও পুরনো বাস ভাড়া করা হচ্ছে। বিআরটিসির পুরনো সব বাসেই কোনো না কোনো সমস্যা রয়েছে। কোনো বাসেই নেই ফ্যানের (যান্ত্রিক পাখা) ব্যবস্থা। তাছাড়া কোনোটির সিট ভাঙা আবার কোনোটির জানালার গ্লাস ভাঙা বা কোনটির লুকিং গ্লাস নেই।

এছাড়া দোতলা বাস দু’টি  বিশ্ববিদ্যালয় থেকে নোয়াখালী শহরগামী অনান্য সাধারণ বাসের চেয়ে উঁচু হওয়ায় বৈদ্যুতিক তার ও গাছের সঙ্গে সংঘর্ষ হচ্ছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. আবুল হোসেন বাংলানিউজকে বলেন, বাসগুলোতে যা যা সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।