ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুরে অতিরিক্ত ফি আদায়ে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ১১, ২০১৫
রংপুরে অতিরিক্ত ফি আদায়ে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: প্রতীকী

রংপুর: জেলার পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত ৫শ টাকা করে আদায় করার প্রতিবাদে  মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১১ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রেজিস্ট্রেশন বাবদ অতিরিক্ত ৫শ টাকা না দেওয়া হলে তাদের স্কুল থেকে বের করে দেওয়ারও হুমকি দেন অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান ছানা।

শিক্ষার্থীরা মানববন্ধনে ৭ দিনের মধ্যে অধ্যক্ষের অপসারণ দাবি করে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছেন।  

শিক্ষার্থীদের অভিযোগ অধ্যক্ষ বোর্ড কর্তৃক নির্দেশনা থাকা সত্বেও নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছে রেজিস্ট্রেশন বাবদ অতিরিক্ত ৫শ টাকা বেশি দেওয়ার নির্দেশনা দেন।

গ্রামের সহায় সম্বলহীন পরিবারের ছেলে-মেয়েরা এতো টাকা দেওয়া সম্ভব নয় জানালে তিনি ৮ জন শিক্ষার্থীকে স্কুল থেকে ফোর্স টিসি দিয়ে দেন। তিনি জানিয়ে দেন টাকা না দিলে অন্যদেরও ফোর্স টিসি দেওয়া হবে।

অধ্যাক্ষের এমন সেচ্ছাচারিতার কাছে শিক্ষার্থীরা জিম্মি হয়ে পড়েছেন। তারা অধ্যক্ষের বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১১, ২০১৫
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।