ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্নাতক পাস কোর্সে ভর্তির মেধা তালিকা ১০ মে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ৭, ২০১৫
স্নাতক পাস কোর্সে ভর্তির মেধা তালিকা ১০ মে

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) এবং প্রথমবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধা তালিকার বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা ১০ মে (রোববার) প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত মেধাতালিকা মোবাইলে এসএমএস’র মাধ্যমে ওই দিন বিকেল ৪টা থেকে পাওয়া যাবে।



প্রথমবর্ষ স্নাতক পাস-এর জন্য NUATPHRoll No. এবং স্নাতক (সম্মান) প্রফেশনাল-এর জন্য NUATDGRoll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions, admissions.nu.edu.bd) থেকে ফলাফল পাওয়া যাবে।

শিক্ষার মানোন্নয়নে কর্মশালা শুক্রবার

শুক্রবার (০৮ মে) বিকেল ৩টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ও প্রতিষ্ঠানসমূহে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ।

কর্মশালায় সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিষয় বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।