ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বিশেষ কোটায় ভর্তি ১০ মে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ৬, ২০১৫
জাবিতে বিশেষ কোটায় ভর্তি ১০ মে

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায় কোটায় (বিশেষ কোটায়) ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

বুধবার (০৬ মে) দুপুরে এক প্রেস বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।



এতে বলা হয়েছে, আগামী ১০ মে থেকে ১৪ মে তাদের ভর্তি করার দিন ধার্য করা হয়েছে। ভর্তির সময় এসএসসি (মাধ্যমিক) ও এইচএসসি'র (উচ্চ মাধ্যমিক) নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসন থেকে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূলকপি, প্রত্যয়ন ব্যতিত ১০ কপি রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।