ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির আন্তঃবিভাগ ক্রিকেটে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ৫, ২০১৫
জাবির আন্তঃবিভাগ ক্রিকেটে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ইতিহাস বিভাগ ৬৯ রানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (০৪ মে) এ খেলা অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ইতিহাস বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিয়েল ১১৫ রান করেন।

জবাবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ১৯ ওভার ৫ বলে ১৪৬ রানে অলআউট হয়। সোহাগ করেন ৪২ রান। জাবিদ ৯ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।