ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২য় বর্ষ ও ডিগ্রি পরীক্ষার সূচিতে আংশিক পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
২য় বর্ষ ও ডিগ্রি পরীক্ষার সূচিতে আংশিক পরিবর্তন

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের দ্বিতীয় বর্ষ সম্মান কোর্সের ২৯ এপ্রিল ও ০২ মে’র পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এসব পরীক্ষা যথাক্রমে ৩০ এপ্রিল ও ৩০ মে অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



এছাড়া ২০১৩ সালের ডিগ্রি পাস কোর্সের ২৬ ও ২৯ এপ্রিলের পরীক্ষা যথাক্রমে ০৮ ও ১৫ মে অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের এল.এল.বি প্রথম পর্বের ০২ মে’র পরীক্ষা আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে।

সিটি করপোরেশন নির্বাচনের কারণে এর আগে নির্বাচন কমিশন ভোটের সময়কার পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। ইতোমধ্যে এইচএসসির তিনটি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।