ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বদলি পরীক্ষা দিতে এসে কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বদলি পরীক্ষা দিতে এসে কারাগারে

লালমনিরহাট: বদলি পরীক্ষা দিতে এসে আটক রুবেল হোসেন (২৫) নামে এক ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আরাফাত হোসেন এ আদেশ দেন।

 
 
এর আগে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
 
দণ্ডপ্রাপ্ত রুবেল রংপুর জেলার কাউনিয়া উপজেলার শিবু বড়ুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।
 
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, লালমনিরহাট সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ইসমাইল হোসেনের স্থানে বদলী পরীক্ষা দিতে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আসেন রুবেল।
 
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন রুবেলকে ভুয়া রেজিস্ট্রেশন কার্ডসহ আটক করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫   
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।