ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সকল বিশ্ববিদ্যালয় খোলা রাখতে ইউজিসির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
সকল বিশ্ববিদ্যালয় খোলা রাখতে ইউজিসির নির্দেশ

ঢাকা: চলমান নৈরাজ্যকর হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত শিক্ষা ক্ষেত্রে যেকোন মূল্যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখন থেকে হরতাল-অবরোধের মধ্যেই নিয়মিত ক্লাস চলবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত দিনগুলোতে শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা পূরণের লক্ষ্যে প্রয়োজনে শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ এক মতবিনিময় সভায় মত-পার্থক্য ভুলে স্ব স্ব উদ্যোগে হরতাল-অবরোধের সময় বিশ্ববিদ্যালয়সমূহ খোলা রাখা এবং ক্লাস পরীক্ষা নেওয়ার ব্যাপারে একমত পোষণ করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক(জনসংযোগ)শামসুল আরেফিন এক বার্তায় এ তথ্য জানান।

ইউজিসি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতি ইউজিসি’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, যখন উচ্চশিক্ষায় সংখ্যাগত বিচারে বিস্তৃতি ও বিপ্লব সাধিত হচ্ছে তখন হরতাল-অবরোধের মতো অসুস্থ রাজনৈতিক কর্মসূচি শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে বিঘ্নিত করছে।

তিনি চলমান জঙ্গী তৎপরতাকে অন্ধকারের সঙ্গে তুলনা করে বলেন, আলোর কাছে অন্ধকারের পরাজয় অনিবার্য। অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় সুনিশ্চিত।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খালেদা একরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রফিকুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আমিনুল হক ভূঁইয়া, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম নুর উন নবী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর উপাচার্য ও ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. আবুল হাশেম, ইউজিসি সচিব ড. মো. খালেদ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, উপ-উপাচার্য, ডিন এবং ইউজিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ গত ১৬ ফেব্রুয়ারি দেশের চলমান হরতাল-অবরোধের প্রেক্ষাপটে ‘নৈরাজ্য বন্ধে’ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে অন্তবর্তীকালীন আদেশ দিয়ে রুল জারি করেছেন। মহামান্য আদালতের নির্দেশনা মোতাবেক দেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ খোলা রাখা এবং সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ করার লক্ষ্যে গত ১৮ ফেব্রুয়ারি ইউজিসি’র পূর্ণ কমিশন সভায় উপাচার্যদের নিয়ে আজকের এই মতবিনিময় সভা আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।