ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জ: সড়ক দুর্ঘটনারোধে সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সমষপুর এলাকায় সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বিসনেজ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।



ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ যায়। এতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার বলেন, শ্রীনগরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীরা সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে অবরোধ করে।

শ্রীনগর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) তুষ্ট চন্দ্র বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।