ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েটের ছাত্রীনিবাসে আগুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বুয়েটের ছাত্রীনিবাসে আগুন

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানটির একমাত্র ছাত্রী হলটির ৩১০ নাম্বার রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।



তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে হলের শিক্ষার্থীরা।

আগুনে ছাত্রীদের ব্যবহার্য লেপ-তোষক, বেড শিট, জামা-কাপড় ও একটি ফ্যানসহ বই ও আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ওসি এনায়েত হোসেন বাংলানিউজকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, রুম হিটার বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫/আপডেট ১১২৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।