ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে পিঠা উৎসব শুরু শুক্রবার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
শেকৃবিতে পিঠা উৎসব শুরু শুক্রবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব।

শুক্র ও শনিবার (০৬ ও ০৭ ফেব্রুয়ারি) এই দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে চলবে পিঠা উৎসব।

শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধন হবে উৎসবের।

পিঠা উৎসবের সঙ্গে থাকছে  সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড.মো. হযরত আলী ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ এ.কে.এম. মোস্তাফা কামাল।

উৎসবে সভাপতিত্ব করবেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ। উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোখসানা পারভীন বাংলানিউজকে বলেন, ক্লাস ও পরীক্ষার চাপে গ্রামে যেতে পারিনি। তাই শীতের পিঠা খাওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়েই এমন একটি উৎসব হবে জেনে ভালো লাগছে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রায় ৩০ রকমের পিঠা, সন্দেশ, নাড়ু পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।