ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিআইএসসি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বিআইএসসি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএসসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার মহাখালি নিউ ডিওএইচএস-এ অবস্থিত বিআইএসসি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন প্রধান অতিথি ও তার স্ত্রী বেগম রেহানা পারভীন (কুমকুম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হাউজ (নীল) চ্যাম্পিয়ন ও ড. মোহাম্মদ শহিদুল্লাহ হাউজ (লাল) রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিআইএসসি’র গভর্নিং বডির চেয়ারম্যান ব্রি. জেনারেল শাহ আলম চৌধুরী, গভর্নিং বডির সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, বিআইএসসি’র অধ্যক্ষ কর্নেল (অব.) মো. আনিসুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।