ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ড্যাফোডিল জাপান আইটির ভিডিও কনফারেন্স পরীক্ষা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ড্যাফোডিল জাপান আইটির ভিডিও কনফারেন্স পরীক্ষা

ঢাকা: ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি) বাংলাদেশি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ও আইটি পেশাদারদের জন্য জাপান টি-করপোরেশনের মাধ্যমে সরাসরি ভিডিও কনফারেন্সে লিখিত পরীক্ষা নিয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (প্রাইভেট ও পাবলিক) ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ওয়েব ক্যাম ও মনিটরিংয়ে। জাপানি ওই কোম্পানির সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এতে যারা ভালো ফলাফল করবে এমন ১০ জনকে জাপানের বড় বড় আইটি কোম্পানিতে চাকরির সুযোগ দেওয়া হবে।

এ জন্য পরীক্ষার্থীদের খাতা স্কেন করে সেখানে পাঠানো হয়েছে। ফলাফল আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে। এরপর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।