ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অবরোধে ইংরেজি মাধ্যমের ৪ পরীক্ষা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
অবরোধে ইংরেজি মাধ্যমের ৪ পরীক্ষা স্থগিত ফাইল ফটো

 ঢাকা:বিএনপির লাগাতার অবরোধের কারণে ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেলের বৃহস্পতিবারের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ‘এ’ লেভেলে ‘স্ট্যাটিস্টিকস-২’ এবং ‘ফিজিক্স-৫’ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

‘ও’ লেভেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ‘এফপি ম্যাথ’ এবং ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ’ পরীক্ষা।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা স্থগিত করার বিষয়টি সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জানানো হয়েছে।

দেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে ক্যামব্রিজ ও এডক্সেলের সিলেবাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় পরীক্ষাগুলো সারাবিশ্বে একই দিন একই সময় অনুষ্ঠিত হয়ে থাকে।

বাংলাদেশে 'ও' এবং 'এ' লেভেলের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলানিউজকে বলেন, পরীক্ষা স্থগিত চেয়ে বোর্ডের কাছে অনুমতি চাওয়া হয়েছে। বোর্ডের সিদ্ধান্তের পর পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানানো হয়।

পরীক্ষা সংক্রান্ত কোনো অগ্রগতি থাকলে এসএমএস করে পরীক্ষার্থীদের জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।