ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির শিক্ষক বাসে দুর্বৃত্তদের আগুন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
জবির শিক্ষক বাসে দুর্বৃত্তদের আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার(২১ জানূযারি’২০১৫) সকাল পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের  শহীদ মিনারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।



প্রত্যক্ষদর্শীরা জানায়,বিশ্ববিদ্যালয় হতে মিরপুর রোডে চলাচলকারী শিক্ষকদের পরিবহনে (ঢাকা মেট্রো ০০৪৯) আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগানোর পর পরেই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আগুন নেভানোর গ্যাস দিয়ে তা নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে জবি পরিবহন পুলের প্রশাসক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, পার্কিং করা একটি শিক্ষক পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।