ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি’তে শীতকালীন ছুটি শুরু মঙ্গলবার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
নোবিপ্রবি’তে শীতকালীন ছুটি শুরু মঙ্গলবার

নোবিপ্রবি(নোয়াখালী): সরস্বতী পূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও শীতকালীন ছুটি উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে বন্ধ হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এ ছুটি শেষ হবে ১ ফেব্রুয়ারি।



তবে, ২০ জানুয়ারি থেকে ক্লাস ছুটি শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি থেকে এবং এ ছুটিও শেষ হবে ১ ফেব্রুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, ছুটি শুরু হওয়ার আগেই ছাত্র-ছাত্রীরা আবাসিক হল ও ক্যাম্পাসের আশেপাশের মেস ছাড়তে শুরু করেছে। তবে, বাড়ি ফেরার পথে অবরোধের কারণে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।