ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধামরাইয়ে ৬ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ধামরাইয়ে ৬ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের চারিপাড়া হাতকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ের দেড়ঘণ্টা আগে ছুটি দেওয়ার ঘটনায় ছয় শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তাদের এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।



জানা গেছে, স্কুলটিতে সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ক্লাস হওয়ার কথা। কিন্তু শিক্ষকরা বিকেল পৌনে ৩টার দিকে ছুটি দিয়ে চলে যান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ধামরাই ইউএনও এসএম রফিকুল ইসলাম জানতে পেরে উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুনা বিশ্বাস, সহকারী শিক্ষক মেহেরুন নেছা, রাবেয়া খাতুন, রিনা আক্তার, নাহিদা নারগিস ও লাভলী আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

কারণ দর্শানোর নোটিশের বিষয়টি ধামরাই ইউএনও এসএম রফিকুল ইসলাম বাংলানিউজকে  নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।