ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুরে ব্রাইট ফিউচার মডেল স্কুলের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রংপুরে ব্রাইট ফিউচার মডেল স্কুলের উদ্বোধন

রংপুর: রংপুরের মাহিগঞ্জের গোসাইবাড়ি রোডে ব্রাইট ফিউচার মডেল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সমাজসেবক আলহাজ্ব মোখতার আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।



এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম, সাবেক কমিশনার আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।