ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ড

পিএসসিতে টপ টেনে বগুড়ার ৬ শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
পিএসসিতে টপ টেনে বগুড়ার ৬ শিক্ষা প্রতিষ্ঠান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা(পিএসসি) ফলাফলে রাজশাহী বোর্ডে মেধা তালিকায় সেরা ১০শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, সপ্তম ও দশমসহ ৬টিই বগুড়ার।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ৩১৯ জন জিপিএ-৫ পেয়ে বিয়াম মডেল স্কুল প্রথম, ২৪২ জন জিপিএ-৫ পেয়ে বগুড়া জিলা স্কুল তৃতীয়, ২৪৪ জন জিপিএ-৫ পেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চতুর্থ, ২১৯ জন জিপিএ-৫ পেয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল পঞ্চম, ১৯৭ জন জিপিএ-৫ পেয়ে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল সপ্তম এবং ১৯২ জন জিপিএ-৫ পেয়ে পুলিশ লাইন্স স্কুল দশম স্থান অধিকার করেছে।

তিনি আরও জানান, জেলায় মোট পাসের হার ৯৮.৭০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬৭২।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।