ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

শিক্ষা

ছাত্রী নিগ্রহে অভিযুক্ত

ঢাবির সেই শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
ঢাবির সেই শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিজ বিভাগের ছাত্রীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামের স্থায়ী বহিষ্কার দাবি করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন করে তারা এ দাবি  করেন।



ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার (১৩) নভেম্বর সকালে তারা প্রশাসনিক ভবন এলাকায় অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছেন।

শিক্ষার্থীরা বলেন, ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আমরা গত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিলাম। কিন্তু তদন্তের অজুহাতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে নাট্যকলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ